পাবনায় তরুন প্রজন্মের সাথে সাংবাদিকদের গোল টেবিল বৈঠক
পিপ (পাবনা) : পাবনা সাংবাদিক পরিবারের উদ্যোগে তরুন প্রজন্মের সাথে সাংবাদিকবৃন্দদের গোল টেবিল বৈঠক রোববার পাবনা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পাবনা থেকে প্রকাশিথ দৈনিক পাবনার চেতনার সার্বিক সহযোগীয়তায় এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সমকাল এবং এনটিভির স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিনিদিন ও সময় টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এস এ আসাদ, পাবনা রিপোর্টাস ইউনিটর সাধারন সম্পাদক কাজী মোর্শেদ বাবলা এবং এটিএন নিউজ এর পাবনা জেলা প্রতিনিধি রিজভী জয়।
দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এস এম আদনান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইয়েস ফঅউন্ডেশনের রায়হান হোসেন পিয়াস, রাহাত হোসেন পল্লব , মাহফুজুর রহমান শ্রাবন, আরেফিন মাসুদ আজমাইন খান জিসান, লাবিব সুনাম, আশিকুর রহমান সাব্বির, জুবায়ের খান প্রিন্স, রায়হান রিজভী, সানজিরা খানম সাফা, রুকাইয়া বিনতে আশরাফ, মারিয়া ফঅরজানা পুস্পিতা, জান্নাতুল ফেরদৌস নদী, দেওয়ার মাশফিক মাজবুব, সুপন চক্রবর্তি, আকিবুল আলম আবিথ, মুশফিক পারভেজ রোহান, সিফাত হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিথ ছিলেন ৫০ জন সংগঠক। তারা সাংবাদিকতা বিষয়ে নানা প্রশ্ন করেন।