পাবনায় তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস
পাবনা প্রতিনিধি : উত্তরের জেলা পাবনায় বেড়েছে শীতের তীব্রতা। আজ সোমবার (০১ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শৈত প্রবাহের কারনে বড়েছে এই শীতের দাপট।
ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় পাবনায় বিপর্যস্থ হয়ে পরেছে জনজীবন। কনকনে প্রচন্ড ঠান্ডায় কৃষক, শ্রমজী্িব মানুষ ঘর হতে বাইরে যেতে পারছেন না কাজের জন্য। ঠান্ডায় সীমাহীন কষ্টে আছেন শ্রমজীবি, ছিন্নমুল ও পদ্মা নদীর চরাঞ্চল এলাকার মানুষ।
শীত নিবারনে এলাকার সাধারণ মানুষজন খড়-কুঠোয় আগুন ধরিয়ে শরীরে তাঁ দিচ্ছেন।
Spread the love