পাবনায় দুইদিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক, পাবনা : ‘এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে’ এমন বানী নিয়ে পাবনায় নবমবারের মতো শুরু হলো দুইদিনব্যাপী লালন স্মরণ উৎসব।
শনিবার রাত আটটায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠের সাংস্কৃতিক মঞ্চে পঞ্চ মঙ্গল প্রদিপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপপু। এছাড়াও অন্যান্যের মাঝে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, লালন স্মৃতি পরিষদের সভাপতি জাকির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংস্কৃতিক বিহীন মানুষ অন্ধ। সাংস্কৃতিক বিহীন মানুষ পথ দেখতে পায়না। লালন সাঁইয়ের আধ্যাতিকতা ও মানবিকতা ছিল। তার বানী ও চেতনা ধারণ করে জীবন গড়ে তুলতে পারলে মানুষ কখনও অপরাধী, সন্ত্রাসী হবে না। মানুষের মাঝে হিংসা বিদ্বেস থাকবে না।
পরে লালন সঙ্গীত পরিবেশন করে শ্রোতা দর্শককে মুগ্ধ করেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। লালন স্মৃতি পরিষদ পাবনার উদ্যোগে আয়োজিত লালন স্মরণ উৎসব শেষ হবে রোববার।