পাবনায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও অলিম্পিয়াডের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ”এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।
আজ সকাল পাবনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় উপজেলা পরিষদের মিলনায়তনে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
Spread the love