পাবনায় দুর্ঘটনা রোধকল্পে সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত
মিজান তানজিল, পাবনা : পাবনায় স্কুল শিক্ষার্থীদের জন্য দূর্ঘটনা রোধকল্পে সড়ক নিরাপত্তা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পাবনা সার্কেলের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। আলোচনা সভার মধ্যে দূর্ঘটনা রোধকল্পে সড়ক নিরাপত্তা বিষয়ে উপস্থিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় নবম শ্রেণীর মাইশা প্রথম স্থান, দশম শ্রেণির উর্বশী মোস্তফা দ্বিতীয় স্থান, দশম শ্রেণির নমবী তৃতীয় স্থান অর্জন করেন। পরে চালকের অসচেতনতাই সড়ক দূর্ঘটনার মুল কারন “এর পক্ষে -বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ পাবনা সার্কেল এর সহকারী পরিচালক ওয়াজেদ আলী। মডেরেটর হিসেবে ছিলেন মোটরযান পরিদর্শক মাহাতাব উদ্দিন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ ও প্রভাতী শাখার সহকারী শিক্ষক আদ্যনাথ ঘোষ। প্রতিযোগিতায় দিবাশাখা জয়ী হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক তাপসী রানী সরকারী শিক্ষক মেহের সুলতানা সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।