পাবনায় দুর্নীতি বিরোধী দিবস পালিত
জিয়াউল হক রিপন, পাবনা : নানা কর্মসূচিতে পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
এউপলক্ষে আজ রোববার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন প্রদর্শন করা হয়।
এরপর পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপক দায়েন উদ্দিন খান, সাধারন সম্পাদক আবুল মাসুদ প্রমূখ।
বক্তারা সকলকে দুর্নীতির বিরুদ্ধে নিজ নিজ পরিসর থেকে সোচ্চার থাকার আহবান জানান।
Spread the love