পাবনায় দু্ইদিন ব্যাপী বিজয় দিবস উৎসব সম্পন্ন
মিজান তানজিল, পাবনা: পাবনায় জেলা বিজয় দিবস উদযাপন পরিষদের আয়েজনে ২দিনব্যাপী বিজয় দিবস উৎসব শেষ হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
অনুষ্ঠানে জেলার সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক এম সাইদুল হক চুন্নু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, পাবনা বার সমিতির সভাপতি আমিনুল ইসলাম পটল,জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,কোষাধক্ষ্য আব্দুল হান্নান,জাতীয় শ্রমিক লীগের পাবনা জেলা শাখার সভাপতি ফোরকান আলী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি আরিফা খানম শেফালী প্রমুখ।
২দিনব্যাপী আয়োজিত বিজয় দিবস উৎসবের শেষ দিনে সঙ্গীত পরিবেশন করেন ব্লাক আউট ব্রান্ড, স্বপ্তসুর ব্রান্ড সহ স্থানীয় শিল্পীবৃন্দ।