পাবনায় দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তি পালন
পিপ (পাবনা) : কেক কাটা, আলোচনাসভাসহ নানা আয়োজনে পাবনায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। রবিবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়নে এ অনুষ্ঠানে পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক তপু আহমেদের সঞ্চলনায় ও প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক রবিউল ইসলাম রবি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মীর্জা আজাদ, সহ সভাপতি শহিদুর রহমান, কল্যান সম্পাদক সারোয়ার উল্লাস, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, রিপোর্টাস ইউনিটি সাধারন সম্পাদক কাজী বাবলা ও দেশ রূপান্তরের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, মাত্র দুবছরেই দেশরূপান্তর তার সংবাদ পরিবেশনায় নান্দনিকতা ও স্বকীয়তায় পাঠক হৃদয়ে আলাদা অবস্থান তৈরী করে নিয়েছে। দায়িত্বশীলদের দৈনিক এ শিরোনামকে শুধু কথার কথায় আটকে না রেখে তার প্রমাণও রেখেছে।
বক্তারা দেশ রূপান্তরের সাহসী ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনার কথা তুলে ধরে উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
পরে, পাবনার অসুস্থ সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।