পাবনায় দ্বিতীয় দিনের মত ইছামতি নদী উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দিনের মত পাবনার ইছামতি নদী উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর অভিযান শুরু করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর কাচারী পাড়ায় ছোট ব্রিজ থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে গতকাল দিনব্যাপী অভিযানে মোট ৩৫টি অবৈধ পাকা, আধাপাকা বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
সারাদেশে সরকারের ছোট নদী, খাল, জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় এ অভিযান চালানো হচ্ছে। অভিযান চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সরকারের এ উদ্যোগকে সাধুববাদ জানিয়েছেন অনেকেই।
নদীর তীরে যতগুলো অবৈধ স্থাপনা পাওয়া যাবে তার সবগুলোই উচ্ছেদ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
Spread the love