পাবনায় নবজাতক কন্যা শিশুকে বিক্রির চেষ্টা : আটক ৪
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় ২২ দিন বয়সী এক কন্যা শিশুকে বিক্রির চেষ্টাকালে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ ঐ শিশুসহ চারজনকে আটক করে বুধবার বিকেলে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে।
পুলিশ জানায়, হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামের হেলাল মন্ডল নামের এক ব্যক্তি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। গত শনিবার ঢাকা থেকে ২২ দিন বয়সী একটি কন্যাশিশুসহ হেলাল মন্ডল ও তার স্ত্রী আন্নিকে নিয়ে পাবনার কিসমতপ্রতাপপুর শ^শুর বাড়িতে আসে। এরপর থেকে শিশুটিকে তারা বিভিন্ন জনের কাছে বিক্রির চেষ্টা করছিল।
বুধবার বিকেলে প্রতিবেশী এক নিঃসন্তান দম্পতির কাছে ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রির চেষ্টাকালে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের একটি দল গিয়ে ওই শিশুসহ চারজনকে আটক করে।
পুলিশ আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদে হেলাল স্বীকার করেছে সে শিশুটিকে নিজের পরিবারে প্রতিপালনের কথা বলে অন্যত্র বিক্রির চেষ্টা করছিল। হেলালের বক্তব্যের সত্যতা জানতে পাবনা থেকে পুলিশের একটি দল শিশুটির বাবা শফিকুলের খোঁজে ঢাকায় রওনা হয়েছে।