পাবনায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন
রফিকুল ইসলাম সুইট, পাবনা : পাবনায় নানা আয়োজনে উৎযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুক্তযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পাবনা জেলা পরিষদ, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, হাজী জসীম উদ্দিন কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে।
শুক্রবার দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ “দুর্জয় পাবনায়” পুষ্পস্তবক,পতাকা উত্তোলন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, ক্রিকেট খেলা,শ্যুটিং, পুরুস্কার বিতরণ, আতশবাজি, আলোচনাসভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালিত হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের মধ্যদিয়ে দিবসটি পালন করে। উপাচার্য প্রফেসর এম রোস্তম আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম সহ শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাবনা জেলা আওয়ামীলীগ সকালে দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আতশ বাজি আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু ইসহাক শামীম, এ্যাড, আব্দুল আহাদ বাবু, মনির উদ্দিন আহমেদ মান্না, মোশারোফ হোসেন, তসলিম হাসান সুমনসহ জেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ নেতৃবৃন্দ।
পাবনা জেলা পরিষদের আয়োজনে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, প্রধান নির্বাহী কাজী আতিয়ার রহমান প্রমুখ।
পাবনা জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন, আলোকসজ্জা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্রিকেট খেলা, আতশবাজি, আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সাংবাদিক আব্দুল মতীন খান, মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ প্রমূখ।
পাবনা পৌর সভা দিবসটি উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন, পতাকা উত্তোলন,আতশবাজি,দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন। পৌর মেয়র শরীফ উদ্দিন প্রানের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী গণ।
এ ছাড়াও সকল উপজেলাতে দিবস পালিত হয়।