পাবনায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৪তম জাতীয় শোক দিবস পালিত
পাবনা প্রতিনিধি : পাবনায় যথাযোগ্য পর্যাদায় ও বিনম্ভ শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বেলা ১২ টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোক র্যালি বেড় হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও জেলা যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু, রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরিক্ষা করা হয়। আর জেলা কৃষক লীগের উদ্যোগে রক্তদান কর্মসূচী গ্রহন করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স,পাবনা-সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিসহ অনেকে। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা।