পাবনায় নিখোঁজের পর এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার ; আটক এক
পাবনা প্রতিনিধি : নিখোঁজের চার দিন পর পাবনায় বেলাল হোসেন (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার ভাড়ারা মসজিদের পাশের একটি ক্যানাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বেলাল চোরমপুর গ্রামের আফজাল হোসের ছেলে ও শ্রীকোল ফুরকানিয়া মাদ্রাসা পুড়–য়া ছাত্র।
গোয়েন্দা পুলিশের এসআই ওসিন কুমার বশাক জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ আজ দুপুরের দিকে ভাড়ারা মসজিদের পাশের একটি ক্যানাল থেকে ঐ মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে চোমরপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, নিহত বেলাল বাবার ভ্যান নিয়ে বাড়ি থেকে গত ৯ ফ্রেব্রুয়ারি বের হলে এর পর থেকে সে নিখোঁজ ছিলো। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।