পাবনায় নিরাপদ ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহারে আলোচনা সভা

এস এম আলম, ৮ সেপ্টেম্বর : পাবনায় শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা স্কুলের হল রুমে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সহকারী কমিশনার লুৎফুন নাহার শারমীন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, মোটর যান পরিদর্শক বিআরটিএ পাবনা সার্কেল তারিক হাসান, মাদক দ্রব্য নিয়ন্ত্রকের সহকারী পরিচালক মো. রাকিবুজ্জামান, প্রোগ্রামার সজীব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, জেলা স্কুেেলর প্রধান শিক্ষক মো : হুজ্জাতুল্লাহ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইন্টারনেটের খারাপ সাইটে অনেক শিক্ষার্থী আসক্ত হয়ে পরেছে যেটা উদ্বেগের বিষয়। অনেকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরছে। নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে অভিভাবক সহ সকলকেই সচেতন থাকতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে জানতে হবে মানতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!