পাবনায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক অবহিতকরণ সভা
মিজান তানজিল, পাবনা : পাবনায় অনুষ্ঠিত হয়েছে নিরাপদ ইন্টারনেট ব্যবহারনিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক অবহিতকরণ সভা বিষয়ক অবহিতকরণ সভা।
বুধবার সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় রূপায়ণ ও পাবনা প্রতিশ্রুতির আয়োজনে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আপনার সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী মাসুদ রানা, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান,পাবনা প্রতিশ্রুতির মমতা চাকলাদার সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, জ্ঞান বিজ্ঞানের উন্নয়নে বিশ্ব এগিয়ে যাচ্ছে।আর এই উন্নয়নে তথ্য প্রযুক্তি সেবা মানুষের লাগালের মধ্য এসে গেছে।মানুষের হাতে হাতে মোবাইল। পৌঁছে গেছে ইন্টারনেট পরিসেবা। আর এতেই সৃষ্টি হচ্ছে নানা জটিলতা।
এ বিষয়ে এখনই সর্তক হওয়া দরকার।বর্তমান গতির যুগে এর প্রয়োজন থাকলেও ইন্টারনেট ব্যাবহারে যথেষ্ট সর্তক থাকা প্রয়োজন।না হলে আগামী প্রজন্মের জন্য তা ক্ষতিকর হতে পারে।অনুষ্ঠানে শিক্ষক জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি ও গন মাধ্যমকর্মীবৃন্দ অংশ নেন।
Spread the love