পাবনায় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পুলিশি সভা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশি পাবনায় পুলিশী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পাবনা পুলিশস লাইন মাঠে সভা বক্তব্য দেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস(পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত)সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলার মোট ৬৬৭ টি ভোটকেন্দ্রে নির্বিঘ্নে যাতে মানুষ ভোট প্রদান করতে পারে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করার প্রত্যয় ব্যাক্ত করা হয় সভায়। সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে পেশাগত সুনাম অক্ষুন্ন রেখে দায়িত্ববোধের সাথে কাজ করার আহবান জানানো হয় সভায়।
অপরদিকে দুপুরে পাবনা শহরে সুসজ্জিত অবস্থায় টহল দেয় ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল। তাছাড়াও র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল শহরের বিভিন্ন স্থানে টহল দেয় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়।