পাবনায় নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পাবনা : ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচার দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেণ পাবনার আঞ্চলিক ভাষার ফেসবুক গ্রুপ।

এসময় পাবনা আঞ্চলিক ভাষার ফেসবুক গ্রুপের সদস্যরা বক্তব্যে বলেন , নুসরাতকে যৌনপীড়ন ও হত্যাকারী মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলাসহ এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেণ ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!