পাবনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক : পাবনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে খাজানগর দরবার শরীফ থেকে বেলা সাড়ে ১১টার দিকে এক শোভাযাত্রা বের করা হয়।
পাবনার খাজানগর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর পদক্ষিণ করে।
পরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)-এর জন্ম ওয়াফাত দিবস উপলক্ষে দেশবাসীকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করার আহ্বান জানান বক্তারা।
বক্তরা বলেন, আখিরি নবী হযরত মুহম্মদ (সা.) বিশ্ব মানবতার শান্তির দূত ছিলেন। তিনি ছিলেন আল্লাহ পাক প্রেরিত মুসলিম জাহানের সর্বশেষ রাসূল (সা.)।
শোভাযাত্রাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুহা. হাবিবুর রহমান ওয়েসি, মাওলানা মুহা. ইব্রাহীম খলিল, মাওলানা সায়াদ উদ্দিন শাহিন প্রমূখ।
Spread the love