পাবনায় পবিত্র ঈদ উল ফিতর এর ঈদের নামায অনুষ্ঠিত
এস এম আলম,পাবনা, ১৪ মে: পাবনায় করোনা সর্তকর্তা বজায় রাখে পবিত্র ঈদ উল ফিতর এর ঈদের নামায অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে এবার ঈদগাহ মাঠের পরিবর্তে সামাজিক দুরত্ব মেনে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মসজিদে। সকালে জেলার প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান, চাঁপা মসজিদ, কাচারি মসজিদ, পুলিশ লাইন মসজিদ সহ বিভিন্ন মসজিদে।
নামাজ পরবর্তী পাবনা আরিফপুর সদর গোরস্থান কবর জিয়ারত করা হয়। চাঁপা মসজিদে ঈদ জামাতে অংশ নেন জেলা দায়রা জজ আসাদুজ্জামান, জেলা প্রশাসক কবির মাহমুদ ; পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তবে অন্যবারের তুলনায় মুসুল্লীদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম।
Spread the love