পাবনায় পরিবহন শ্রমিক পরিবারের মধ্যে সাহাবুদ্দিন চুপ্পুর খাদ্য সামগ্রী প্রদান

পিপ (পাবনা) : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দুদকের সাবেক কমিশনার মো. সাহাব উদ্দিন চুপ্পুর সহযোগিতায় পাবনায় করোনায় ক্ষাতিগ্রস্থ এক হাজার দরিদ্র পরিবহন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাবনা পৌরসভা।

মঙ্গলবার সকালে পাবনা জেলা স্কুল মাঠে পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর তত্ত্বাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো: ফিরোজ খান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সেলিম হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, অনলাইন পত্রিকা নতুন চোখ সম্পাদক এসএম আলম, পাবনা পৌরসভার প্যানেল মেয়র তমা ইসলাম পুস্প প্রমুখ।

এর আগে করোনা দুর্যোগে পাবনার ৫ হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ, ঈদ উপহার ও খাদ্য সহায়তা প্রদান করেন আওয়ামীলীগের কেন্দ্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চপ্পু।

আওয়ামীলীগের কেন্দ্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি। তার এই সব উপহার ভালবাসার প্রতীক। আগামীতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!