পাবনায় পিসিআর ল্যাব ও সেন্ট্রাল অক্সিজেন সিসটেম প্লান্ট স্থাপনের দাবিতে মানববন্ধন

পিপ (পাবনা) : পাবনা জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব ও সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত। ইছামতি নদী উদ্ধার আন্দোলন ও কনজুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা‘র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুপুর ১ টায় জেলা প্রশসকের বাসভবনে জেলা প্রশাসক কবীর মাহমুদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর দু‘টি পৃথক স্মারকলিপি তুলে দেওয়া হয়।

ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে পাবনায় দ্রুত পিসিআর ল্যাব এবং নিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের জোরদাবি জানিয়ে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বস, পাবনা প্রেসক্লাব ও ক্যাব পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমান,পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর আব্দুল করিম,ইছামতি নদী উদ্ধার আন্দোলনের কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সহ-সভাপতি সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা সদর উপজেলার সভাপতি ও জেলা শাখার সহ-সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল হামিদ খান, সিটি কলেজের সহকারী অধ্যাপক আর্ক সাধারণ সম্পাদক শামসুন নাহার বর্ণা, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ মনিরা পারভীন, পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, এফবিসিসিআই কো চেয়ারম্যান হাজী ফারুক, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, ওয়াইডাব্লিউসিএ জেনারেল সেক্রেটারী হেনা গোস্বামী, দৈনিক সিনসা প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাষ্টার, পাবনা মেন্টাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শরীফ, ইছামতি নদী উদ্ধার আন্দোলন‘র সাংগঠনিক সম্পাদক সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম,তথ্য ও গবেষণা সম্পাদক শহীদ এম মনছুর আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. আল আমিন, সহ তথ্য গবেষণা সম্পাদক বাঁচতে চাই নির্বাহী úরিচালক আব্দুর রব মন্টু, আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী, ইউএনএস বার্তা সম্পাদক এস পারভেজ প্রমুখ।
মানববন্ধনে ইমাম গাযযালী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, ইছামতি নদী উদ্ধার আন্দোলন‘র প্রচার সম্পাদক এশিয়ান টিভির জলা প্রতিনিধি শফিক আল কামাল,সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম বিজলী,পরিবেশ বিষয়ক সম্পাদক বাসস জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সর্ব সদস্য শফিউদ্দিন মিয়া, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা ইন্সট্রাক্টর আলী আকবর মিঞা রাজু, কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষখ সৈয়দ ছাইফুল ইসলাম, মাছারাঙা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মিজান তানজিল,সাংবাদিক ও মানবাধিকার কমী রবিউল ইসলাম রবি, উত্তরণ সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা আলমগীর কবির হৃদয়,কবি খান আনোয়ার হোসেন, সমাজ সেবক শেখ তারেক, সিভিল সার্জন প্রতিনিধি আব্দুস সাত্তার, মেডিপ্যাথ‘র ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক জিউ, সাংবাদিক সাঈদ উল ইসলাম, তানভির ইসলাম অয়ন, আশির ফয়সাল, আব্দুল কায়ুম,কবি মোমতাজ রোজ কলি, কবি মধুসুদন মজুমদার,সমাজ সেবক হিমাইতপুর ইউনিয়নের সাবেক মেম্বর জাহাঙ্গীর হোসেন,এনজিও কর্মী লুৎফর রহমান,ওয়াইডাব্লিউসিএ সুপারভাইজার শিখা বর্মন, রাজু শেখ, গোলাম ফারুক যুবরাজ, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি রাকিবুর হাসান রাকিব,বিশিষ্ট ব্যবসায়ী জামিল হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম ফরিদ, ফটো সাংবাদিক আঃ মমিন বিপ্লব সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বক্তারা অভিলম্বে পাবনায় পিসিআর ল্যাব এবং লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন শেষে ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতির নেতৃত্বে একটি টিম জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ এর হাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর দুটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধ আসম আব্দুর রহিম পাকন, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ড. মনছুর আলম, শফিক আল কামাল, শামসুন নাহার বর্ণা, হাজী ফারুক প্রমুখ অংশ নেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!