পাবনায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা শহরের শালগাড়িয়ার একটি পুকুর থেকে থেকে শরিয়ত উল্লাহ (৩২) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের সানন্দা জুয়েলার্সের কর্মচারী ছিলেন। তার বাড়ি পৌর সদরের রাধানগর মহল্লায়।
পুলিশ জানায়, গত রাতে পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার ঝাঝড়া পুকুরে এক ব্যক্তি পানিতে পড়ে গেছে এমন তথ্য পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আজ সকালে ডুবুরি দিয়ে পুকুর থেকে শরিয়ত উল্লাহ’র মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।
Spread the love