পাবনায় পুলিশের বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক, পাবনা : মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা পুলিশের আয়োজনে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সময় পাবনা পুলিশ লাইনের শহীদ বীরমুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত আইজপি মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহেদ নেওয়াজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রাহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মিয়া, পুলিশ বীরমুক্তিযোদ্ধা এস আই মতিউর রহমান এএসআই (অব:) বীরমুক্তিযোদ্ধা আলী আকবার, (অব) কনস্টবেল বীরমুক্তিযোদ্ধা কেএম সোহরাব আলীসহ জেলা উপজেলা কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীরমুক্তিযোদ্ধারা। অনুষ্ঠান শেষে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।