পাবনায় পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন ও নাসিম নামের দুইজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, বিকেলে পাবনার পাবনার ঈশ্বরদীতে দুইটি ব্যাটারী চালিত আটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নামের এক যাত্রী আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
অপর দিকে সুজানগরে ব্যাটারী চালিত আটো রিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম নামের একজন নিহত হয়েছে।
Spread the love