পাবনায় পেঁয়াজের কেজি ১০০ টাকা
নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজ উৎপাদনের জেলা পাবনায় প্রতিদিনই বাজারে পেঁয়াজের দাম কমছে। তিন দিনের ব্যবধানে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। বর্তমান বাজারে প্রতিকেজি পেঁয়াজের বিক্রি হচ্ছে ১০০, ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। যা গত তি দিন আগেও বিক্রি হয়েছে কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে।
আর পাইকারী বাজারে তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫শ থেকে ৫ হাজার টাকা মণ দরে।
ব্যবসায়ীরা বলছেন, আর ক’দিন পরেই বাজারে নতুন পেঁয়াজ উঠবে এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানী করায় প্রতিদিনই বাজারে পেঁয়াজের দাম কমছে।
তারা বলছেন, অনেকই পেঁয়াজ মজুদ করে রেখেছিলো তারাও এখন পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে তাই প্রতিদিনিই দাম কমছে।
পাবনার বিভিন্ন পেঁয়াজের মাঠ ঘুরে জানা গেছে, জেলার সুজানগর, সাঁথিয়া ও আটঘরিয়া উপজেলার পেঁয়াজের ক্ষেত থেকে আর দুই সপ্তাহের মধ্যে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ বিক্রি শুরু করবেন চাষিরা।