পাবনায় প্রতিবন্ধি, অসহায়, দরিদ্র ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ
পাবনা প্রতিনিধি : পাবনা মিডিয়া সেন্টারে প্রতিবন্ধি, অসহায়, দরিদ্র ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার বেলা ১১ টায় শহরের আক্তারুজ্জামান টাওয়ারে এ উপলক্ষ্যে সীমিত পরিসনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক জিকে সাদী, নারী উদ্যোক্তা অনুজা সাহা, থার্ড জেন্ডার ডেভেলোপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মিতুল ও সাধারণ সম্পাদক সুমী এসব অসহায় মানুষগুলোর হাতে ঈদ উপহার তুলে দেন।
ঈদ সামগ্রী নিতে আসা বেশ কয়েকজন জানান, করোনা ভাইরাস, লকডাউনে তাদের জীবনযাপন দূর্বিসহ অবস্থায় পড়েছে। এমন সময়ে মিডিয়া সেন্টারে এই সহায়তা ঈদ সামনে আমাদের জন্য এক আর্শিবাদ হয়ে এসেছে।
Spread the love