পাবনায় প্রতিবন্ধী জনগোষ্ঠীদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান
মিজান তানজিল,পাবনা: পাবনায় করোনা ভাইরাস সংক্রমণের দুর্যোগকালীন মোকাবেলায় প্রতিবন্ধী জনগোষ্ঠীদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
সোমবার সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রাঙ্গণে এসকল আর্থিক ও খাদ্য সহয়তা প্রদান করেন সমাজসেবা অধিদপ্তর পাবনার উপ পরিচালক রাশেদুল কবির। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের সদস্য বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাশেম,কনস্যালটেন্ট ফিজিওথেরাপি ডা: আসমাউল হুসনা সহ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাশেম জানান, জেলায় মোট ২৩৪ জন প্রতিবন্ধী পরিবারের মধ্যে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকার আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।