পাবনায় প্রাইভেট কার থেকে ১৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক-১
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা শহরের পৌর এলাকার মুজাহিদ ক্লাব মোড় থেকে ১৫২ পিচ ফেন্সিডিলসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা ফাঁড়ি পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর ফাঁড়ি ইনচার্জ আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের মুজাহিদ ক্লাব মোড়ে একটি প্রাইভেট কারের তল্লাশী চালিয়ে ১৫২ পিচ ফেন্সিডিল ও প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ । আটককৃত মোঃ বেল্লাল হোসেন চরকোষাখালী লঞ্চঘাট এলাকার মোঃ ইসলাম হোসেনের ছেলে।
পাবনা সদর থানার ওসি মোঃ নাছির আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে এই বেল্লাল তার প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য ও ফেন্সিডিল আনা নেওয়া করাসহ বিক্রি করতো।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Spread the love