পাবনায় ফেল করে জেএসসি পরীক্ষার্থী ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আশুতোষপুর মন্ডলপড়ার গ্রামে জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে মুসলি খাতুন (১৪) নামের এক কিশোরী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দিকে আশুতোষপুর মন্ডলপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী মুসলি ওই গ্রামের মোঃ মহিত সরদারের মেয়ে এবং আশুতোষপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়।
পাবনা সদর থানার ওসি মোঃ নাছিম আহম্মেদ জানান, স্কলছাত্রী মুসলি জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে লজ্জায় ঘরের ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। স্বাজনরা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে এ বিষয়টি আরো বিস্তারিত জানা যাবে ।
Spread the love