পাবনায় বঙ্গবন্ধু’র ম্যূরালের ভিত্তি প্রস্থর স্থাপন
রফিকুল ইসলাম সুইট : পাবনায় জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন একাত্তরের(একই পরিবারের পাঁচজন শহীদ) শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মোকাব্বর হোসেন বিজু। পাবনা শহরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনায় জেলা পরিষদকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।
বুধবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এ ম্যূরালটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। স্থাপন শেষে জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিতম হয়। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান,পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিৎ নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বার সমিতির সভাপতি আমিনুল ইসলাম পটল, সাধারণ সম্পাদক সাজ্জাদ ইকবাল লিটন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান, সাংবাদিক আব্দুল হামিদ খান, পাবনা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, জেলা পরিশদের সদস্য বিজয় ভুষন রায়, শহীদুর রহমান শহীদ, রেজাউল করিম রেজা, কলেজ শিক্ষক আব্দুল মোত্তালিব, প্রকৌশলী আসাদুন্নবী, পৌর কাউন্সিলর রিয়াজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ রাসেল আলী মাসুদ, শেখ সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান রাসেল, উচ্চমান সহকারী মতিউর রহমান, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ ও সাংবাদিক,সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- পাবনার মানুষের একটি চাহিদা ছিল জাতির জনকের একটি সুন্দর ম্যুরাল পাবনা শহরের একটি জনবহল জায়গায় স্থাপিত হোক। পাবনা জেলা পরিষদ পাবনা বাসীর সেই চাহিদাটা পুরুণ করছে মাত্র। এই কাজটি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।