পাবনায় বঙ্গবন্ধুুর ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক : পাবনায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ।
এছাড়াও জেলা আওয়ামীলীগের আয়োজনে আনন্দমুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় দোয়েল সেন্টার চত্বরে বেলুন উড়িয়ে আনন্দ প্রকাশ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানান। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও জেলা প্রশাসন,জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে।