পাবনায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিক উদযাপিত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করণের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সকালে জেলা পরিষদের বঙ্গবন্ধ’র ম্যুরাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশ্সাক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম প্রমূখ।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় দিনব্যাপী নানা অনুষ্ঠান ও সন্ধ্যায় আতশবাজি আয়োজন রয়েছে ।
Spread the love