পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত-১ ; পুলিশের দাবি সন্ত্রাসী
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার কলাবাগান এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাব্বান আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত হাব্বান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র সহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার কলারবাগান এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গেলো রাত ২টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাথারী গুলি ছুঁড়লেও আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাব্বানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাত সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ২টি গুলি খোসা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, নিহত হাব্বান একজন চিহ্নিত ও পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক সহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে।