পাবনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ের উপর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পাবনা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর সম্মেলন কক্ষে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পাবনা রিজিয়ন নির্বাহী প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ।প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন বিএমডিএ সচিব জনাব রেজাউল আলম সরকার। পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব জয়নাল আবেদীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সহকারী প্রকৌশলী সাইফুন্নাহার, শাহাদাৎ হুসেন , মোঃ কামরুজ্জাম্না এবং পাবনা সিরাজগঞ্জ জেলার এিমডিএ এর উচ্চতর উপসহকারী প্রকৌশলী,উপসহকারী প্রকৌশলী, মেকানিক ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। সভায ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা সহ , নিরাপদ খাদ্য গ্রহণ বিষয়ে আলোচনা হয়।