পাবনায় বহুতল ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা শহরের সুতাপট্টি এলাকার একটি বহুতল ভবন থেকে বিথী আক্তার সাজু নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান জানান, আজ দুপুরে ভবনটির নীচতলায় অবস্থিত বিপনী বিতানের মালিকদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ভবনটির ৫তলার ফ্লাটে বাইরে থেকে আটকানো কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, প্রায় ১০ বছর আগে স্বামী নাসিরের সাথে বিবাহ বিচ্ছেদ হয় বিথী আক্তার সাজুর। প্রায় ৭ মাস আগে ঐ নারী তার এক ছেলে সন্তান সহ ভবনটির ৫ তলার একটি ফ্লাট ভাড়া নেন। ঘটনার প্রায় ৭দিন আগে থেকে তার ছেলে হিমেল চাপাইনবাবগঞ্জে তার বাবার বাড়ীতে অবস্থান করছিলো। কারা কি কারনে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Spread the love