পাবনায় বাকাসস’র কর্মবিরতি অব্যাহত : ভোগান্তি

রফিকুল ইসলাম সুইট : পাবনায় পদবী পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মত কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) পাবনা জেলা শাখা। বাকাসস’র কর্মবিরতি অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পরছে এসব অফিসে আসা মানুষ।

বুধবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণির কর্মচারীগণ তাদের পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড বৃদ্ধির দাবীতে কর্মবিরতি অব্যাহত রেখেছে।

সরেজমিন দেখা যায় জেলা প্রশাসকের কার্যালয়সহ সকল ইউএনও অফিস এবং এসিল্যান্ড অফিসের ৩য় শ্রেণির কর্মচারীরা স্বত:স্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছে। এতে সংশ্লিষ্ট অফিসসমূহের দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অনেক সেবাগ্রহীতাকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। কর্মবিরতিতে অংশগ্রহণকারীর অনেকের সাথে কথা বললে তারা তাদের দীর্ঘদিনের পঞ্জিভূত ক্ষোভ প্রকাশ করেন। সারা বাংলাদেশে একযোগে কর্মসূচী পালিত হচ্ছে। তারা জানান তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচী অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি এবিএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মহিউল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহঃসম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সহঃসাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, প্রচার সম্পাদক মোঃ ইনসাফ আলী, ক্রীড়া সম্পাদক এসএম তোফাজ্জেল হোসেন সহ সমিতির সকল সদস্যবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!