পাবনায় বাজারে জেলা প্রশাসনের অভিযান ; লক্ষাধিক টাকা জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে অভিযান চালানো হয়েছে।
আজ শনিবার দুপুরে পাবনার বড় বাজারে জেলা প্রসাশক ও পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি চাউলের দোকালে অভিযান চালিয়ে দাম বেশি রাখায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনসহ অনেকে।
পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, চাউলের দাম ক্রেতাদের কাছ থেকে বেশী দাম নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের বাজার তদারকি রয়েছে এবং এই বাজার তদারকি অব্যাহত থাকবে।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, যে কোন সময় বাজারে সংকট দেখিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হয়। এটা কিছু অসাধু ব্যবসায়ী বা বিক্রেতারা করে থাকনে। তিনি বলেন, গত দুই তিন দিন ধওে চাউলের বাজারে কিছুটা অস্থিরতা আছে। সেই কারণে আমরা বাজার মনিটরিং করছি। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।