পাবনায় বাড়ির জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় বসতবাড়ি ও জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আজ দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা পৌর শহরের কফিল উদ্দিন পাড়ার ভুক্তভোগী তরিকুল ইসলাম স্বাধীন। তিনি অভিযোগ করেন, পুর্ব শত্রুতার জেরে তার বাড়ি ও সম্পত্তি দখলের অপচেষ্টা করছেন দিলালপুর মহল্লার কয়েকজন ব্যক্তি। গতকাল মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তিরা অবৈধ দখলের উদ্দেশ্যে তরিকুল ইসলাম স্বাধীনের বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের সহায়তায় তা রক্ষা পায়। তাদের ভয়ে আতংকে দিন কাটছে ভুক্তভোগীর পরিবার। এমন পরিস্থিতিতে বাড়ি ও জমি রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন তরিকুল ইসলাম স্বাধীন। সেই সাথে দিলালপুর মহল্লার একটি ওয়াকফনামা সম্পত্তি উদ্ধারেরও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!