পাবনায় বাড়ির জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় বসতবাড়ি ও জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আজ দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা পৌর শহরের কফিল উদ্দিন পাড়ার ভুক্তভোগী তরিকুল ইসলাম স্বাধীন। তিনি অভিযোগ করেন, পুর্ব শত্রুতার জেরে তার বাড়ি ও সম্পত্তি দখলের অপচেষ্টা করছেন দিলালপুর মহল্লার কয়েকজন ব্যক্তি। গতকাল মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তিরা অবৈধ দখলের উদ্দেশ্যে তরিকুল ইসলাম স্বাধীনের বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের সহায়তায় তা রক্ষা পায়। তাদের ভয়ে আতংকে দিন কাটছে ভুক্তভোগীর পরিবার। এমন পরিস্থিতিতে বাড়ি ও জমি রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন তরিকুল ইসলাম স্বাধীন। সেই সাথে দিলালপুর মহল্লার একটি ওয়াকফনামা সম্পত্তি উদ্ধারেরও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।