পাবনায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে প্রশাসন

পাবনা প্রতিনিধি : করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে পাবনা জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় দরিদ্র দুস্থদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করেন।

পাবনা পৌর সদর ও এর আশপাশের এলাকায় গাড়ি নিয়ে ৫শ’ জন দরিদ্র মানুষের হাতে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, কর্মসূচীর আওতায় জেলা প্রশাসন থেকে দুই লাখ টাকা ও ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। সেই চাল ও টাকা দিয়ে অন্যান্য খাদ্য সামগ্রী কিনে বিতরণ শুরু হয়েছে।

খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও পেঁয়াজ-রসুন মিলিঢে ১ কেজি ২শ’ গ্রাম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!