পাবনায় বিএনপির অনশন কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার রায়কে অন্যায় রায় উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে পাবনায় অনশন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত কর্মসূচি চলাকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতা, জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সনজু প্রমূখ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে রায় প্রত্যাহার করে বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান।
Spread the love