পাবনায় বিচার নিস্পত্তি ৬৫৪ টি মামলার আলামত ধ্বংস করল আদালত
পাবনা প্রতিনিধি : পাবনায় বিচার নিস্পত্তি ৬৫৪ টি মামলার আলামত ধ্বংস করল আদালত। পাবনান ইতিহাসে সবচেয়ে বেশী মামলার আলামত ধ্বংস এটি।
বুধবার দুপুরে পাবনা জজ কোর্ট প্রাঙ্গনে আলামদ সমুহ ধ্বংস করা হয়।
সর্বমোট ৬৫৪ টি মামলার ২ হাজার ৯৬৭ পিচ ইয়াবা, ৮২ কেজি ও ৩২৮০ পুরিয়া গাঁজা, ৪টি গাজার গাছ, ১১৮ বোতল ফেন্সিডিল, ২৫ গ্রাম ও ৬৯ পুরিয়া হিরোইন, ৮ বোতল মদ, ১৭৪০ লিটার জাওয়া এবং ১৩৫০ লিটার চোলাই মদ। আলামত ধবংস অনুষ্ঠানে উপস্থিত ছিছেন- চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো. সালাহ উদ্দিন, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রমূখ।
Spread the love