পাবনায় বিট পুলিশিং এর নারী সহিংসতা বিরোধী র্যালী ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : ধর্ষন ও নারী নির্যাতন বন্ধ করি নারী সমৃদ্ধ দেশ গড়ি- এ শ্লোগানে পাবনায় বিট পুলিশিং-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নারী সহিংসতা বিরোধী র্যালী ও সমাবেশ। সকালে পাবনা পুলিশ লাইনস মাঠে এ সমাবেশের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন জলি ।পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা প্রশাসক কবির মাহমুদ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন , প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মোশারফফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব ,চেম্বার অব কর্মাসের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, ট্রাক মালিক সমিতির সাধারন স¤পাদক ও রানা প্রপারটিজ এন্ড ডেভলপারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা ,জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, চ্যানেল আই জেলা প্রতিনিধি সাংবাদিক আকতারুজ্জামান আক্তার সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
নারী সহিংসতা বিরোধী র্যালী ও সমাবেশে অংশগ্রহন করেন নারী জন প্রতিনিধি, মসজিদের ঈমাম, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এরআগে পুলিশ লাইনস থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।