পাবনায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছু পদ্ধতি বাতিলের দাবীতে মঙ্গলবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন রচনা করে। বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থী ঐক্য ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হাবিব আদনান, জীবন কুমার সরকার, রাইহান হোসেন পিয়াস, ওবায়েদ বিন সাদ, আরেফিন দূর্যয়, ফাহিন আল সাসিবুল, জয় সাহা, সুমাইয়া আফরীন তন্নী প্রমূখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবী জানায়, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহন করেছে। আকষ্মিকভাকে এক পত্রে বিভাগ পরিবর্তন ছাড়া গুচ্ছু পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এই গুচ্ছু পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে ফলাফল চরম ভাবে বিপর্যয় হবে। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। অবিলম্বে এই গুচ্ছু পদ্ধতি বাতিলের জোর দাবী জানানো হয়। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসে গিয়ে জেলা প্রশাসনকে তাদের বিষয়গুলো অবহিত করেন।