পাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
পাবনা প্রতিনিধি : ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ অবাধ সুযোগ’ এই শ্লোগান নিয়ে পাবনায় পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
এ উপলক্ষে দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল চত্বরে র্যালী, সচেতনতামূলক পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে একটি র্যালী বের হয়ে মানসিক হাসপাতাল চত্বর ও পাশর্^বর্তি এলাকা প্রদক্ষিন করে। র্যালী শেষে জনসচেতনতামূলক পথসভা ও হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডা.রতন কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. এ কে এম শফিউল আযম প্রমুখ চিকিৎসক বক্তব্য রাখেন।
বক্তারা মানসিক রোগীদের সাথে সহনশীল আচরণ করতে সকলের প্রতি আহবান জানান।
Spread the love