পাবনায় বিষাদ সেধে ছিল সুর মঞ্চায়িত

সংবাদদাতা : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের ৬৪ জেলায় ৬৪ টি দেশীয় যাত্রাপালা নির্মাণ কার্যক্রমের অংশ জেলা শিল্পকলা একাডেমি পাবনার ব্যবস্থাপনায় যাত্রাপালা বিষাদ সেধে ছিল সুর বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর অালী কলেজ মাঠে মঞ্চস্থ হয়েছে।

মুহম্মদ শফির রচনায় ভাস্কর চৌধুরীর নির্দশনায় যাত্রাপালার উদ্বোধন করেন পাবনার জেলা প্রমাসক মো.জসিম উদ্দিন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আব্দুল হান্নান শেলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সহ সভাপতি আশরাফ আলী, মনসুর আলী কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ খান। যাত্রাপালায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাফর চৌধুরী – রনজিৎ রায়, কামাল – ভাস্কর চৌধুরী,বিবেক রেমিন মাহমুদ, টুকু সর্দার -আরিফুল হায়দার ওহাব, আহাম্মদ-মামুনুর রশিদ মামুন, বুলু-রবিউল ইসলাম রনি, বাছাধন- মিজানুর রহমান, কালু- মিন্টু, জুনা খাঁ- আব্দুর রহিম লালু, এস এম মাহমুদ হাসান, রহিমা তানজিলা আক্তার পলি, বাঁশি শিল্পী জাহান কোরাইশী, রানু জান্নাতুল ফেরদাউস অনি, স্বপ্না আব ঈ জান্নাত অর্পা, পুলিশ ইনেস্পক্টর শুভ্র, পুলিশ সাদ, অপু, রোহান, নীরব হাসান প্রমূখ।

প্রম্পট করেন সোবহান গনি সাগর, মঞ্চ পরিচালক আকরাম খান রুপ সজ্জা করেন আব্দুল লতিফ। উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান। অতীত ঐতিহ্য নতুন করে সামনে আসায় উপস্তিত দর্শক নন্দিত হয় পালাটি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!