পাবনায় বেড প্লান্টার যন্ত্র প্রদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত
মিজান তানজিল, পাবনা: খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃৃদ্ধি প্রকল্প-২ এর আওতায় বেড প্লান্টার যন্ত্র প্রদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর একটি বাড়ির উঠানে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ আজাহার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মতিয়ার রহমান।
বক্তব্য কালে তিনি বলেন, কৃষিতে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে কৃষিজ যন্ত্রের বিকল্প নাই। নতুন নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেবুনিয়া হর্টিকালচার এর উপপরিচালক কেএজেম আব্দুল আওয়াল , এডিডি ক্রপ কৃষিবিদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার অতিরিক্ত উপ পরিচালক ড. আব্দুল আজিজ,উপজেলা কৃষি অফিসার মাসুম বিল্লাহ, উপ সহকারী কৃষি অফিসার আবু সাইদ শিখন, উপ সহকারী কৃষি অফিসার ইমদাদুল ইসলাম, উপ সহকারী কৃষি অফিসার রিনা খাতুন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরে সকল অতিথিবৃন্দ ও উপস্থিত সকলেই বেড প্লান্টার যন্ত্র প্রদর্শন করেন।