পাবনায় ব্যবসা-বানিজ্য এবং ব্যবসায়ীদের মতবিনিময় সভা
এস এম আলম, ২৪ নভেম্বর : ব্যবসা-বানিজ্য এবং ব্যবসায়ীদের উন্নয়নে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির ভুমিকাকে আরো গতিশীল করার লক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।দুপুরে পাবনা চেম্বার মিলনায়তনে জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব একে এম আলী আহাদ খান। পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য দেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি, সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা, পরিচালক এবিএম ফজলুর রহমান ও পরিচালক এ্যাডভোকেট মো: আব্দুল হান্নান সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।প্রধান অতিথির ভাষনে বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব একে এম আলী আহাদ খান বলেন, দেশের অর্থনীতির মেরুদন্ড হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা দূর্বল হলে অর্থনীতি দূর্বল হবে। সেই অর্থনীতি সচল রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনা কালীন সময়েও নানা পদক্ষেপ গ্রহন করেছেন। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন হোসেন, পুরাতন লৌহ ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম আলী, হোসিয়ারী শিল্প মালিক সমিতির সভাপতি মনির হোসেন পপি, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, পাবনা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুল ইসলাম পিন্টু,এ আর কপার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন,পাবনা চেম্বারের পরিচালক মাসুদুর রহমান তুষার, পাবনা চেম্বারের পরিচালক সাজ্জাদ হোসন বাচ্চু, পাবনা চেম্বারের পরিচালক রুহুল আমিন বিশ^াস, আলহাজ্জ্ব শফিকুল ইসলাম খান, হাজী মার্কেটের সভাপতি আলহাজ্জ্ব আলমগীর।