পাবনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
রফিকুল ইসলাম সুইট : শনিবার (০৫ জুন) বেলা ১১টায় পাবনা পৌরসভা চত্তরে আয়োজিত শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনার সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো: রবিউল আলম সহ পাবনা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো: রবিউল আলম জানান, ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত মিলে ১ হাজার ৯৪৭টি টিকা কেন্দ্র থেকে এই টিকা খাওয়ানো হবে।
৬ মাস থেকে ১১ মাসের ৪৬ হাজার ৬১৮ জন শিশু, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪০ হাজার ৬৪৯ জন শিশুকে টিকা খাওয়ানো হবে।
এই কাজে মাঠকর্মি, স্বেচ্ছাসেবক ও প্রথম সারির তদারককারী মিলে ৪ হাজার ৮৪৭ জন নিয়োজিত থাকবেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন কেন্দ্র খোলা থাকবে।