পাবনায় ভয়াবহ অগ্নিকান্ড পুরে ছাই ৫টি বসতবাড়ি
মিজান তানজিল, পাবনা: পাবনায় ভায়বহ অগ্নিকান্ডে পুরে ছাই পাঁচটি বসত বাড়ি। শনিবার বেলা ১১ টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর পূর্বপাড়ায় এ অগ্নিকান্ড ঘটে।
পাবনা ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও এলাকাবাসী দীর্ঘ একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে ৫টি বসত বাড়িতে ব্যবহার্য আসবাবপত্র, নগদ অর্থ ও বিভিন্ন মালামাল পুরে গেছে।
পাবনা ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেশন মাষ্টার শেখ মোঃ মাহাবুবুল ইসলাম জানান, আমাদের দুটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তিনি আরো জানান, রান্না ঘড়ের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। জুট ব্যবসায়ি রবিউল ইসলামের বসত বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে। তবে কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তদন্ত না করে বলা যাচ্ছে না।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক রবিউল ইসলাম জানান, অগ্নিকান্ডে পরিবারের ব্যবহার্য সকল আসবাবপত্র, মালামাল, নগদ অর্থ ও জমির দলিলপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে।