পাবনায় মনোনয়নপত্র বাছাই সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ চলছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে বাছাই করা হচ্ছে সব প্রার্থীদের মনোনয়নপত্র।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া বাছাইকাজ শেষ হবে বিকেল ৫টায়। এ পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি বলে। বিকেলে বাছাই শেষে সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।
মনোনয়নপত্র বাছাইকালে পুলিশ সুপার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, বিভিন্ন ব্যাংক, পল্লী বিদ্যুৎ সমিতি, টেলিফোন বিভাগের কর্মকর্তা এবং প্রার্থী ও তাদের প্রতিনিধি সমর্থকরা উপস্থিত রয়েছেন।
গত ২৮ নভেম্বর পাবনার ৫টি আসনে আওয়ামীলীগ বিএনপি সহ বিভিন্ন দলের মোট ৪২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।